ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত গ্রেডিং পদ্ধতির সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত গ্রেডিং পদ্ধতির সুপারিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য এড়াতে সমন্বিত গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এতে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈষম্য কমে যাবে বলেও মনে করেন শিক্ষাবিদরা।



রোববার (২১ ডিসেম্বর) ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় এ মতামত উঠে এসেছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ইউজিসির স্ট্যাটেজি পলিসি ইউনিটের (এসপিইউ) প্রধান গবেষণা কর্মকর্তা আফতাবুন নাহার মাকসুদা।

১৩টি সরকারি এবং ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ফলাফলের ওপর সম্পাদিত গবেষণা কাজে সেমিস্টার ও বর্ষের পরীক্ষা এবং বিভিন্ন টিউটরিয়াল পরীক্ষার ফল বিশ্লেষণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) এ কে আজাদ চৌধুরী বলেন, বিদ্যমান পরীক্ষা ব্যবস্থার কারণে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফলাফল নিয়ে বৈষম্য রয়েছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে মাত্র একজন পরীক্ষকের জন্যও নম্বর বৈষম্যের সৃষ্টি হয়। পাশাপাশি ভিন্ন ভিন্ন পরীক্ষা পদ্ধতির কারণে পরীক্ষার ফল প্রকাশে বিলম্বের কারণে শিক্ষার্থীরা ভোগান্তি বা সমস্যায় পড়েন।

উচ্চশিক্ষায় বর্তমানে ৩০ লাখ শিক্ষার্থী রয়েছে জানিয়ে ইউজিসি চেয়ারম্যান সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত গ্রেডিং পদ্ধতি চালু, একক পরীক্ষক থাকলেও নম্বরের জন্য বোর্ড তৈরি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রেডিট ট্রান্সফার করার সুপারিশ করেন।

ইউজিসির সদস্য আক্তার হোসেন সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশের ক্ষেত্রে আইসিটি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধে আফতাবুন নাহার সব বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার চালু, একক পরীক্ষা পদ্ধতি তথা সেমিস্টার পদ্ধতি চালু করে ফল প্রকাশের সময় কমিয়ে আনা, ছাত্রদের দিয়ে শিক্ষকদের মূল্যায়নেরও সুপারিশ করেন।  

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইউজিসি নির্ধারিত গ্রেডিং সিস্টেম মেনে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)-এর প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, ইউজিসি সদস্য মোহাম্মাদ মোহাব্বত খান, প্রাক্ন সদস্য মুহিবুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মোখলেছুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ