ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

খুবিতে উদ্ভিদের রোগ শনাক্তকরণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
খুবিতে উদ্ভিদের রোগ শনাক্তকরণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে উদ্ভিদের রোগ ক্লিনিক ও রোগ শনাক্তকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর একাডেমিক ভবনের ইউআরপি গ্যালারিতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, কৃষি প্রধান দেশ হিসেবে খাদ্য উৎপাদনের বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফসলের রোগ-বালাই দমনের বিষয়টিতে আমাদের গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, হেকেপের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্লান্ট ক্লিনিক স্থাপনের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষক ছাড়াও সারাদেশের কৃষকরা উপকৃত হবেন।

কর্মশালার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শেখ হেমায়েত হোসেন।

বক্তব্য রাখেন, হেকেপ প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. মো. রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ডেপুটি সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. বশির আহমেদ।

দিনব্যাপী এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ ৮০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ