ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এ কি লজ্জা!

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
এ কি লজ্জা!

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাঁচ দিনব্যাপী “সংরক্ষণশীল কৃষি প্রযুক্তি” বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এসে ল্যাপটপ গবেষক জীবনের সব অর্জন হারাতে হয়েছে ক্রিশ্চিয়ান থিয়ারফিল্ডার নামে এক বিদেশি কৃষিবিদকে।

একই সঙ্গে মানিব্যাগ, ক্রেডিট কার্ড ও নগদ টাকা হারিয়েছেন ভিন দেশি আরেক অতিথি জুজি নিনো।



বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সম্মেলনের অংশ হিসেবে কৃষিতত্ত্ব গবেষণা মাঠ পরিদর্শনে যাচ্ছিলেন বিদেশি অতিথিরা। এসময় তাদের বহনকারী একটি মিনিবাস থেকে ল্যাপটপ, মানিব্যাগ, নগদ অর্থ ও কয়েকটি ক্রেডিট কার্ড চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আন্তর্জাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) জিম্বাবুয়ের কৃষিতত্ত্ব বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান থিয়ারফিল্ডার বলেন, ল্যাপটপ হারিয়ে আমার সারাজীবনের অর্জন (তথ্য ও গবেষণা কর্ম) হারাতে হলো। মনে হচ্ছে যেন নোবেল পুরস্কার হাতছাড়া হয়ে গেল। যে কোনো মূল্যে আমি আমার ল্যাপটপ ফিরে পেতে চাই।

নগদ প্রায় ১৪০০ ডলারসহ মানিব্যাগ চুরি হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর ভূমি ব্যবস্থাপনা কর্মকর্তা জুজি নিনোর। মানিব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বেশ কয়েকটি ক্রেডিট কার্ড ছিল বলে জানান তিনি।

অতিথিদের বহনকারী মিনিবাস চালক আমিনুল ইসলাম বলেন, বাসের মধ্যে ল্যাপটপ রেখে যাওয়া নিরাপদ হবে কিনা জানতে চেয়ে ল্যাপটপ রেখে গবেষণা মাঠ পরিদর্শনে চলে যান ক্রিশ্চিয়ান থিয়ারফিল্ডার। এসময় বাংলাদেশি এক ভদ্রলোক অসুস্থতার কথা বলে বাসে থেকে যান। তিনি অন্যদের সঙ্গে বাসে এসেছেন বলে আমি তেমন কিছু জানতে চাইনি। কিন্তু পরে চুরির খবর পাওয়ার পর তাকে বাস বা আশেপাশের কোথাও দেখতে পাইনি। তবে তাকে দেখলে চিনতে পারবো।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার্থে উঠে পড়ে লেগেছে আয়োজক কমিটি।

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সম্মেলনের জন্য গঠিত বীমা থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পুরো ঘটনা তদন্তের দায়িত্বে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল। এ দলের প্রধান ও ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক রাজিব কুমার দে বলেন, আমাদের গোয়েন্দা সদস্যরা কাজ শুরু করেছে। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কেউ এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।