ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভর্তিচ্ছু-পুলিশ সংঘর্ষের ঘটনায় আটক ৩

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
ঢাবিতে ভর্তিচ্ছু-পুলিশ সংঘর্ষের ঘটনায় আটক ৩

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।  
  
রোবরার বিকেলে তাদের আটক করা হয়।

এর আগে দুপুরে শাহবাগ থানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  
  
আটকরা হলেন- ভর্তিচ্ছু রিয়াজুল ইসলাম ও খন্দকার আহসান হাবিব এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী।  
 
সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন- লিয়ন, দেলোয়ার, নিশি, শাকিল, আশিক, রাতুল তানজীদ ইমন, সানজিদা রুপন্তী ফাতেমা, সাদিয়া। বাকি আহতদের নাম জানা যায়নি। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।   আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মাহফুজ, আব্দুর রহমান ও শাহজাহান।   
 
রমনা জোনের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার ইব্রাহিম বিষয়টি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  
  
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার  সুযোগ চেয়ে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে দিকে যাচ্ছিলেন শিক্ষার্থীরা।   এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিলে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। পরে, এ ঘটনায় পুলিশ দুই ভর্তিচ্ছু ও এক ঢাবি শিক্ষার্থীকে আটক করে।  
  
১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে ভর্তির সুযোগ বন্ধ করে ঢাবি কর্তৃপক্ষ। এর জের ধরে আন্দোলন করে আসছে ভর্তিচ্ছুরা।  
  
বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।