ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আলোকিত বাংলাদেশ গড়‍ার অঙ্গীকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
আলোকিত বাংলাদেশ গড়‍ার অঙ্গীকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা: সবাইকে নিয়ে আলোকিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যাবো, আলোকিত বাংলাদেশ গড়ব।



পরে প্রতিমন্ত্রী ক্যাম্পাসে ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ কার্যক্রম উদ্বোধন  করেন।

এর আগে প্রযুক্তি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে  প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ আইসিটি খাতে এগিয়ে যাচ্ছে।  

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাদাত উল্লা মিডিয়াকে ছাত্রলীগের ভালো কাজগুলো তুলে ধরার অনুরোধ করেন।  

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।

উদ্বোধনী শেষে  ছাত্রলীগ নেতা-কর্মীরা ৬টি গ্রুপে বিভক্ত হয়ে ক্যাম্পাসে ঝুড়ি হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে এবং সম্পাদক দেবাশীষ দাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।