ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকা পিটিআই ভবনের ভিত্তিপ্রস্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
ঢাকা পিটিআই ভবনের ভিত্তিপ্রস্তর ছবি: জনি / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ঢাকায় প্রথম প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ঢাকা পিটিআই) ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এ ফলক উন্মোচন করেন।

  

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য পিটিআইয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

বর্তমানে ৫২টি জেলায় ৫৫টি পিটিআই থাকলেও ঢাকাসহ ১২ জেলায় কোনো পিটিআই নেই। ১২টি জেলায় পিটিআই স্থাপন প্রকল্পের আওতায় স্পেশাল ক্যাটাগরিতে মিরপুরে এ পিটিআই স্থাপন করা হচ্ছে।

প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ পিটিআই ভবনে কম্পিউটার ল্যাব, কমন হোস্টেল, লেডিস ও ভিআইপি গেস্ট ফ্লোর, অত্যাধুনিক সুবিধাসম্মত লিফটের ব্যবস্থা রয়েছে।
 
ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনকালে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান যথাযথভাবে কাজটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সংলগ্ন শেরেবাংলা বিদ্যালয়টিকে একটি মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী।  

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, নজরুল ইসলাম বাবু, উম্মে রাজিয়া কাজল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।