ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৪১ স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৪১ স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত ফাইল ফটো

লালমনিরহাট: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সবক’টি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ৪১টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের পরীক্ষা স্থগিত করে উপজেলা শিক্ষক সমিতি।


 
আদিতমারী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, উপজেলার ৮টি ইউনিয়নের ৪১টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা একযোগে চলছে।
 
অভিন্ন প্রশ্নপত্র ও পরীক্ষার রুটিনে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা চলছিল। শনিবার গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন একটি খবরে সব বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়।
 
প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সুষ্ঠভাবে তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি তদন্ত কাজ শুরু করেছে। তবে, কোথা থেকে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা এখন পর্যন্ত জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
শিক্ষক সমিতির ওই নেতা আরো জানান, প্রতিটি বিদ্যালয় থেকে একটি করে প্রশ্নের সেট নিয়েছে উপজেলা শিক্ষক সমিতি। সেখান থেকে সমিতির পছন্দমত চারটি সেট তৈরি করে এক একটি সেট দিয়ে উপজেলার দু’টি ইউনিয়নের সংশ্লিষ্ট বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।
   
তবে এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক বাংলানিউজকে জানান, এমন কোনো খবর তার জানা নেই।  
 
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, পরীক্ষা স্থগিতে খবর তার কাছে নেই। তিনি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।
 
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।