ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সাভারে ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ ক্যাম্পেইন শুরু

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
সাভারে ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ ক্যাম্পেইন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সাভার বিশ্ববিদ্যালয় কলেজে ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুর ১টায় স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।



উদ্বোধন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেওয়া ভিশন বাস্তবায়ন করতে এ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এখন থেকে সাভার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকবে পরিষ্কার-পরিছন্ন। আবর্জনা শিক্ষার মানও নষ্ট করে।

পর্যায়ক্রমে সাভারের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ ক্যাম্পেইন শুরু করা হবে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।