ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ‘একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানবজাতির জীবন রক্ষা করার মতোই। তাই রক্তদানের মতো মহৎ কাজ আর নেই।

পৃথিবীতে সর্বজন স্বীকৃত মহৎ কাজ হলো রক্তদান’।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটি আয়োজিত জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ ও ৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি শেখ সাদি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ খান লাভলু।

শান্তা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান রুমা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল ও ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ডোনেশন সোসাইটির সম্পাদক ইফতিয়ার উদ্দিন রিফাত প্রমুখ।

অনুষ্ঠানে চলতি বছরের জেএসসি ও এসএসসি পরীক্ষায় ‘এ+ ও এ’ প্রাপ্ত জেলার নয়টি উপজেলার তিন শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ২৪.কম।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।