ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবি নীল দলের সম্মেলন

সভাপতি আপেল মাহমুদ, সেক্রেটারি বেলাল উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
সভাপতি আপেল মাহমুদ, সেক্রেটারি বেলাল উদ্দিন আপেল মাহমুদ ও মো. বেলাল উদ্দিন

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আওয়ামী সমর্থিত ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দলের প্রথম সম্মেলন সোমবার (০১ ডিসেম্বর) রাতে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদকে সভাপতি ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. বেলাল উদ্দিনকে সধারণ সম্পাদক নির্বাচিত করে ২০১৪-১৫ কার্যকরী বছরে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।



কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. নিতাই কুমার ঘোষ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ এবং মো. গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, যুগ্ম সম্পাদক মো. আশানুজ্জামান, প্রভাষক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং মুহাম্মদ আনোয়ার হোসাইন, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, সাংগঠনিক সম্পদক মো. আকতারুল ইসলাম, প্রভাষক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ এবং  মো. জুবায়ের ইবনে তাহের, প্রভাষক, লোকপ্রশাসন বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, প্রভাষক, লোকপ্রশাসন বিভাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটিএম জিন্নাতুল বাসার, প্রভাষক, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিতু কুন্ডু, প্রভাষক লোকপ্রশাসন বিভাগ, প্রকাশনা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোছা. নুরুন্নাহার, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, অর্থ সম্পাদক চিন্ময় রায় রাহুল, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, প্রচার সম্পাদক রিপুল কবির, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, নির্বাহী সদস্য ড. তুহিন ওয়াদুদ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মো. আমির শরীফ, সহকারী অধ্যাপক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, সাজিয়া আফরিন, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, মো. কাজী রেজওয়ান হোসেন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং সজল রায়, প্রভাষক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে নীল দলের সধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিনের পাঠানো এক প্রেস জ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।