ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহীর সরকারি স্কুলে প্রথমবার অনলাইনে ভর্তি প্রক্রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
রাজশাহীর সরকারি স্কুলে প্রথমবার অনলাইনে ভর্তি প্রক্রিয়া

রাজশাহী: রাজশাহী মহানগরের সরকারি স্কুলগুলোতে প্রথমবারের মতো অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে চলতি বছর। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে হবে অনলাইনেই।



রাজশাহীর সরকারি স্কুলগুলোয় এবার ১ হাজার ১শ’ আসনে প্রথম, তৃতীয়, ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। নির্ধারিত এ আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে প্রায় ছয় সহস্রাধিক শিক্ষার্থী।

অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার (০১ ডিসেম্বর) থেকে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের ওয়েবসাইটে www.dcrajshahi.gov.bd আবেদন করা যাবে।

সরকারি স্কুল ভর্তি কমিটি সূত্র জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে লটারি (শুধু সরকারি মাদ্রাসা), ৩য় ও ৬ষ্ঠ শ্রেণিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ৯ম শ্রেণিতে জেএসসি পরীক্ষার মেধার ভিত্তিতে যোগ্য শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ৪০, তৃতীয় শ্রেণিতে ৫৫০, ৬ষ্ঠ শ্রেণিতে ৩৩৫ ও নবম শ্রেণিতে ১৫৫ জনসহ মোট ১ হাজার ১০০ জন ভর্তির হওয়ার সুযোগ পাবে এবছর।

এর মধ্যে প্রথম শ্রেণিতে ৪০ জনকে শুধু সরকারি মাদ্রাসায় ভর্তি করা হবে। তৃতীয় শ্রেণিতে ল্যাবরেটরি স্কুলে ১০০, কলেজিয়েট স্কুলে ১৮০, শিরোইল স্কুলে ৭৫, মাদ্রাসা ১৫ ও পিএন স্কুলে ১৮০জন।

৬ষ্ঠ শ্রেণিতে মহানগরীর ল্যাবরেটরি স্কুলে ১০, কলেজিয়েট স্কুলে ৩০, শিরোইল স্কুলে ১০০, হেলেনাবাদ স্কুলে ১৫০, পিএন স্কুলে ৩০ ও সরকারি মাদ্রাসায় ১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ৯ম শ্রেণিতে ল্যাবরেটরি স্কুলে ১৫, কলেজিয়েট স্কুলে ৩০, শিরোইল স্কুলে ৩০, পিএন স্কুলে ৩০ হেলেনাবাদ স্কুলে ৩০ ও সরকারি মাদ্রাসায় ২০ জনকে ভর্তি করা হবে বলে স্কুলগুলোর ভর্তি কমিটি সূত্র জানায়।

ব্র্যাকের বিকাশ-এর মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি দিয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আবেদন ফরম পূরণ ও ফি পরিশোধের বিস্তারিত নিয়মাবলী নির্ধারিত ওয়েসবাইট ও মহনগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর নোটিশবোর্ডে পাওয়া যাবে।

এদিকে, প্রথম শ্রেণির শিক্ষার্থীদের লটারি ১৭ ডিসেম্বর সকাল ১০টায় গভ: ল্যাবটেরি হাই স্কুলে অনুষ্ঠিত হবে। ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা, ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষা ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা ও ৯ম শ্রেণিতে জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

স্কুল ভর্তি কমিটির সদস্য রাজশাহী সরকারি মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন বাংলানিউজকে জানান, ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। গত রোববারও (৩০ ডিসেম্বর) ডিসি অফিসে এ সংক্রান্ত সভা হয়েছে। প্রার্থীরা গতকাল থেকে আবেদন করছে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রচার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।