ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সপ্তাহ শুরু

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সপ্তাহ শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: ‘স্বদেশী স্পন্দনে তারুণ্যের জয়গানে’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর সাংগঠনিক সপ্তাহ ২০১৪ শুরু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ চার দিনব্যাপী এ সাংগঠনিক সপ্তাহের উদ্বোধন করেন।



এ উপলক্ষে দুপুরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উপাচার্যের নেতৃত্বে র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন অনুষদ পদক্ষিণ করে কাঁঠাল তলায় এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, প্রক্টর মো. আইনুল হক, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এন এম রবিউল আউয়াল চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে থিয়েটারের সদস্যদের অংশগ্রহণে মাদকবিরোধী এক পথনাট্য প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।