ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা হলে থাকবে

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা হলে থাকবে

ইবি: হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি সহযোগী অধ্যাপক দেবাশীষ শর্মা জানিয়েছেন, হল দাপ্তরিকভাবে বন্ধ হয়ে গেছে, তবে বাইরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক কারণে শিক্ষার্থীরা হলে থাকতে পারবে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে বর্তমান প্রেক্ষাপট নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।



সভা শেষে সহযোগী অধ্যাপক দেবাশীষ শর্মা এ কথা জানান।

এর আগে রোববার দুপুরে বাসচাপায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঝিনাইদহ থেকে ভাড়া করা ১৫টি বাস পুড়িয়ে দেওয়ায় পরিবহন ধর্মঘট ডাকে পরিবহন মালিক সমিতি।

অন্যদিকে, সোমবার সকালে শিক্ষার্থীরা মোবাইল ফোনে দাবি করেছেন ধর্মঘটের কারণে তারা বিভিন্ন ছোট ছোট ইঞ্জিন চালিত ভ্যান, ইজিবাইকে করে ক্যাম্পাস ত্যাগ করলে কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন রুটে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করছে পরিবহন শ্রমিকরা।

এছাড়া তাদের কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপসহ বিভিন্ন দামি জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে তারা।

এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সোমবার বিকেল ৪টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করে মালিক সমিতি। কিন্তু ধর্মঘট স্থগিত হলেও কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে কোনো বাস চলাচল করছেনা। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ কোনো রুটে ট্রেনও চলাচল করছে না।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।