ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় বাকৃবি ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় বাকৃবি ছাত্রলীগের আনন্দ মিছিল

ময়মনসিংহ: পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগ।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল বের হয়।



পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় মিছিল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে অভিনন্দন জান‍ানো হয়।

এসময় নেতা-কর্মীরা বাকৃবি ছাত্রলীগ সভাপতি মোর্শেদুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকেও অভিনন্দন জানান।

শুভেচ্ছা মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি নাজমুল হাসান হৃদয়, আব্দুল ওয়াহাব রিন্টু, যুগ্ম-সম্পাদক ওবায়দুল ইসলাম খান অটো, তায়েবুর রহমান রিয়াদ, রাকিব আল হাসান, সাংগঠনিক সম্পাদক আকিব হোসাইন প্রমুখ।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ১২১ সদস্য বিশিষ্ট বাকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন বলে দলীয় সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।