ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ডিমলায় ভুয়া পিএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
ডিমলায় ভুয়া পিএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নীলফামারী: নীলফামারীর ডিমলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার শেষ দিনের গণিত পরীক্ষায় ২জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এরা হলো-আলী আহসান (রোল-৪৬৩৯) ও সুরভী আক্তার (রোল-৪৬৪০)।



উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, আলী আহসান ২০১১ সালে ও সুরভী আক্তার ২০১৩ সালের পিএসপি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। বহিষ্কৃতরা উত্তর নাউতরা প্রাথমিক বিদ্যালয়ের হয়ে আকাশকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। ঘটনার পর উত্তর নাউতরা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অলিয়ার রহমান পালিয়ে যান।

ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। প্রধান শিক্ষক অলিয়ার রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠান প্রধানসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করা করার জন্য শিক্ষা অফিসকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।