ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পাঁচশ’ ভাগ সহায়তা দেবেন শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
পাঁচশ’ ভাগ সহায়তা দেবেন শিক্ষামন্ত্রী ছবি : কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ববিদ্যালয় পর্যায়ের কোর্স কালিকুলাম ও সিলেবাসে ভূমিকম্প বিষয় অন্তর্ভুক্তির ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মিলনায়তনে এক কর্মশালায় শিক্ষামন্ত্রী ভূমিকম্পের ভয়াবহতা মোকাবিলায় সচেতনতার উপরও জোর দেন।



ভৌগোলিক অবস্থানের কারণে আমরা ভূমিকম্পপ্রবণ এলাকায় আছি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে থেকে তার অনুমান করাও যায় না, সতর্কতারও সুযোগ নেই। ভূমিকম্প হলে যেন তা মোকাবিলা করতে পারি সে জন্য সচেতনতা প্রয়োজন।

‘ইনকরপোরেটিং আর্থকোয়াক রিসাইলেন্ট ফিচার্স ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিজ কারিকুলাম’ শীর্ষক কর্মশালায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা অংশ নেন।

কর্মশালায় শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এ বিষয় (ভূমিকম্প) নিয়ে আসা দরকার। আমাদের ভবিষ্যৎ নিরাপদ ও মানুষকে রক্ষার জন্য সিলেবাসে অন্তর্ভুক্তির ব্যাপারে পাঁচশ’ ভাগ আপনাদের সঙ্গে আছি। এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ এবং ভাল কারিকুলাম তৈরি করা উচিত। ’

শিক্ষামন্ত্রী বলেন, আমরা নিরাপদ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চাই, চাই নিরাপদ বাড়িও; যাতে শিক্ষার্থীরা বাসায় গিয়ে নিরাপদে ঘুমাতে পারেন।

এটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভূক্ত হলে প্রকৌশলী তৈরির পাশাপাশি স্থপতিও তৈরি হবে বলে জানান নাহিদ।

ঢাকা শহরের অনেক বাড়িঘর পরিকল্পনামাফিক তৈরি হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ভূমিকম্পের মত ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি হতে পারে তা কল্পনা করা যায় না।

সাভারে রানা প্লাজা ধসের পর উদ্ধার তৎপরতায় বেগ পাওয়ার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ঢাকা শহরে বড় মাত্রার ভূমিকম্প হলে ইট সেরিয়ে লাশ বের করতে গাড়িও ঢুকবে না।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ড. এ কে আজাদ চৌধুরী বলেন, ভূমিকম্প থেকে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, বাড়ি-ঘর রক্ষার জন্য সবার আগে সচেতনা জরুরি। এজন্য ভবন নির্মাণে আর্টিটেকচারের সহায়তা নেওয়া প্রয়োজন।

পাশাপাশি ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি না থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে বলেও মনে করেন ইউজিসি চেয়ারম্যান।

বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে আর্কিটেকচার, আরবান অ্যান্ড রুরাল প্লানিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভূমিকম্প বিষয়ে পড়ানো হয় জানিয়ে ইউজিসি সদস্য আতফুল হাই শিবলী বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোর্স চালু করার জন্য সব বিশ্ববিদ্যালয়ে চিঠি দেওয়া হবে।

ভূমিকম্প বিষয়ে পড়ানোর জন্য ইউজিসির পক্ষ থেকে সব সহায়তা দেওয়া হবে বলেও জানান আতফুল হাই শিবলী।

ইউজিসি ও ন্যাশনাল অ্যালায়েন্স ফর রিস্ক রিডাকশন অ্যান্ড রেসপন্স ইনিশিয়েটিভ (নারী) আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।