ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শেকৃবির ওয়েবসাইট অকেজো

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
শেকৃবির ওয়েবসাইট অকেজো

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব ওয়েবসাইটটি বিকল হয়ে পড়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www.sau.edu.bd তে ঢুকলে বিষয়টি ধরা পড়ে।

তবে সেখানে লেখা রয়েছে, ওয়েবমাস্টারকে হোস্টঘর ডটকমের সঙ্গে যোগাযোগ করতে।

ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেমের ডিরেক্টর প্রফেসর এ এম এম সামসুজ্জামানের কাছে ওয়েবসাইটটি সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, এ ওয়েবসাইট দেখভাল করার দায়িত্ব আমার থাকলেও প্রশাসন আমাকে পর্যাপ্ত জনবল না দেওয়ায় আমি এর দায়িত্ব নেই নি।

বর্তমানে মৌখিকভাবে ওয়েবসাইটটির দায়িত্বে রয়েছেন ড. মো. সরোয়ার হোসাইন বলেও জানান প্রফেসর এ এম এম সামসুজ্জামান।  

এদিকে ড. মো. সরোয়ার হোসাইনের কাছে ওয়েবসাইটটির বর্তমান অবস্থায় গৃহীত পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন হোস্টিংয়ের জায়গা ঠিক করেছি। আশা করি রোববারের মধ্যেই ওয়েবসাইটটি ঠিক হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষয়টি দেখেছি। এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।

কয়েকজন টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ সূত্রে জানা যায়, কর্তৃপক্ষ নিয়মিত হোস্টিংয়ের টাকা পরিশোধ না কর‍ায় ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়।  

এদিকে ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা বলেন, এটা খুবই দুঃখজনক যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অকেজো হয়ে পড়েছে।

ওয়েবসাইটে প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল তথ্যাদি। ভুল তথ্য ও দীর্ঘদিন হালনাগাদ না করায় তথ্য প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত ছিলেন শিক্ষার্থীরা।

সবশেষ হালনাগাদ করা হয় ২০১২ সালে। শিক্ষক সমিতির কমিটি, বর্তমান শিক্ষক ও কর্মকর্তার সংখ্যা, সর্বশেষ সংবাদ, ডিনের নাম, বানান ভুলসহ বিভিন্ন রকম অসঙ্গতি ছিল ওয়েবসাইটটিতে।

তবে এ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে জানানো হয়, ওয়েবসাইট উন্নয়নের জন্য এ অসুবিধার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।