ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

গোদাগাড়ীতে আন্ত‍ঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
গোদাগাড়ীতে আন্ত‍ঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাজশাহী: গোদাগাড়ীর পিরিজপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে সিসিবিভিও-বিএফএফ আন্ত‍ঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) এ মেলা অনুষ্ঠিত হয়।



সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

এ সময় ওমর ফারুক চৌধুরী বলেন, বিজ্ঞানকে যদি আনন্দময় করা যায়, তাহলে বিজ্ঞানের আরও প্রসার ঘটবে। যদি মনে সৎ ইচ্ছা থাকে তাহলে যে কোনো মানুষ বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে পারে।

গোদাগাড়ীতে বিজ্ঞানের বিপ্লব ঘটবে বলেও প্রত্যাশা করেন এই সাবেক প্রতিমন্ত্রী।

মেলায় পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের পিএইচএস বিজ্ঞান ক্লাবের সভাপতি শাহ নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক অফিসার সোহেল হোসেন, রাজশাহী টিটিসির উপাধ্যক্ষ আবদুস সামাদ মণ্ডল ও ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বীর প্রতীক নূর হামিম রেজভী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ প্রমুখ।

বিজ্ঞান মেলায় গোদাগাড়ীর ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী টিটিসিসহ গবেষণামূলক ২৮টি স্টল বসে।

মেলা উদ্বোধনের আগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শিক্ষার্থীরা।
 
মেলা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।