ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কারিগরি বোর্ড চেয়ারম্যানের দুর্নীতি তদন্তের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
কারিগরি বোর্ড চেয়ারম্যানের দুর্নীতি তদন্তের নির্দেশ

ঢাকা: কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. আব্দুল হক তালুকদারের দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষা সচিবকে পাঠানো হয়েছে।


 
সংশ্লিষ্ট চিঠি সূত্রে জানা যায়, দক্ষিণ পীরেরবাগের মো. শামসুজ্জামান প্রধানমন্ত্রীর কাছে কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হকের বিরুদ্ধে নানা দুর্নীতি ও বিধিবর্হিভূত কর্মকাণ্ডের লিখিত অভিযোগ করেন।
 
ওই চিঠিতে আব্দুল হককে জরুরি ভিত্তিতে ওএসডি করে কারিগরি শিক্ষাকে রক্ষার আবেদন জানানো হয়।
 
এর পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বর শিক্ষা সচিব বরাবর পাঠানো চিঠিতে আব্দুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত করে বিধি মোতাবেক নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দুর্নীতিতে রেকর্ড সৃষ্টি করে চলছেন বোর্ডের সচিব ও বর্তমানে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বপালনকারী কর্মকর্তা আব্দুল হক তালুকদার।

নিয়মের বাইরে সাড়ে ৫ বছরের বেশি সময় ধরে তিনি সচিব পদে রয়েছেন। এ সময়ে জড়িয়ে পড়েছেন নানাবিধ দুর্নীতি-অপকর্মে। যা তার অধীনস্থ অনেকেই বলতে চাইলেও তার ভয়ে পারছেন না। তার কাছে জিম্মি হয়ে পড়েছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ও মেডিকেল ইন্সটিটিউটের উদ্যোক্তা-কর্তাব্যক্তিরা।

যুগ্মসচিব হিসেবে পদোন্নতি হলেও বোর্ডেই থাকছেন। অজানা কারণে তাকে অন্যত্র পদায়ন করা হচ্ছেনা। এখন আবার বোর্ডের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরো সচিব হওয়ার।   মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের বাদ দিয়ে কাজ করেছেন বিএনপি জোট আমলের সুবিধাভোগীদের নিয়ে, সাবেক ছাত্রদল ক্যাডার, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতাদের নিয়ে। যা বর্তমান সময়ে অস্বস্তিকরও বটে।  

এছাড়া তার বিরুদ্ধে নিয়মের বাইরে একাধিক সরকারি গাড়ি ব্যবহারসহ  বোর্ডের বড় একটি ফান্ড রাষ্টায়ত্ত সোনালী ব্যাংক থেকে সরিয়ে বেসরকারিখাতের একটি ব্যাংকে ডিপোজিট করার অভিযোগও তোলা হয়েছে।

আব্দুল হকের বিরুদ্ধে আর্থিকভাবে লাভবান হয়ে নিয়মের ব্যতয় ঘটিয়ে নিয়োগ, পদোন্নতিসহ টেন্ডারে অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানার জন্য শনিবার শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।