ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে ২ দিনব্যাপী চাকরি মেলা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
রাবিতে ২ দিনব্যাপী চাকরি মেলা শুরু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী দ্বিতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৪ শুরু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরানো ফোকলোর চত্বরে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



মেলায় দেশের প্রায় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলার অনলাইন মিডিয়া পার্টনার বাংলানিউজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রতিষ্ঠানগুলো সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, চাকরির তথ্য প্রদান, সেরা চাকরি প্রার্থীদের বাছাইকরণ এবং সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আমজাদ হোসেন এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মাজেদুল ইসলাম ও আরইউসিসির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আবদুল্লাহ শাওন প্রমুখ।

সঞ্চালনা করেন আরইউসিসির সভাপতি ইমরুল কবীর খান। মেলা উপলক্ষে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ১৫টি সেমিনারের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং রোবববার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও ডিন্স কমপ্লেক্স কনফারেন্স কক্ষে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।