ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষার শেষ দিনে আটক ১

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
ইবির ভর্তি পরীক্ষার শেষ দিনে আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষার শেষ দিনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দায়ে হাজিকুর রহমান নামে এক পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ২য় শিফটের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।


 
আটক হাজিকুল ঝিনাইদহ জেলার হাটগোপালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।  
 
প্রশাসনের সংশ্লিষ্টরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার শেষ হয়েছে। শেষ দিনে ব্যবসায় অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিজ্ঞান অনুষদের ১৪০ নম্বর কক্ষ থেকে হাজিকুর রহমানকে আটক করা হয়।
 
পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালনকারী এক শিক্ষক জানান, হাজিকুর ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিলেন। এ সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বাংলানিউজকে জানান, সবার আন্তরিকতায় ভর্তি পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। যত দ্রুত সম্ভব ভর্তি কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারিতেই ক্লাস শুরু করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।