ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন ভর্তি পদ্ধতি চালুর সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন ভর্তি পদ্ধতি চালুর সুপারিশ

ঢাকা: শিক্ষার্থীদের খরচ এবং সময় বাঁচাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পদ্ধতি চালু করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফসারুল আমিন।

বৈঠকে শেষে আফসারুল আমিন বাংলানিউজকে বলেন, প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় শিক্ষাথীদের নানা সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে পৃথক ভর্তি পদ্ধতি হওয়ায় প্রস্তুতি নিতে এবং ভর্তিযুদ্ধে টিকতে বেগ পেতে হয়। শিক্ষার্থীদের এই অবস্থা থেকে মুক্তি দিতে অভিন্ন ভর্তি পদ্ধতি চালুর কথা বলা হয়েছে।

এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে অভিন্ন পদ্ধতি চালুর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও (ইউজিসি) ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসময় ইউজিসি কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও অভিভাবকদের প্রতিনিধি নিয়ে আলোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে বলা হয়েছে।

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করণের জন্য প্রতিষ্ঠানের অবস্থান ও ফলাফলের ভিত্তিতে একটি নীতিমালা দ্রুত বাস্তবায়নের সুপারিশও করা হয় বৈঠকে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা বোর্ডে তিন বছরের বেশি প্রেষণে কর্মরত কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়।

কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. ছলিম উদ্দিন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মো. মামুনুর রশিদ, সেলিনা আক্তার বানু প্রমুখ বৈঠকে অংশ নেন।

এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

** আত্মপক্ষ সমথর্নের সুযোগ চাইলেন বিএনএফ প্রেসিডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।