ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

৬৫ ভুয়া পিএসসি পরিক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষকের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
৬৫ ভুয়া পিএসসি পরিক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষকের অর্থদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বিভিন্ন স্কুলের ৬৫ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার ও চার শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এসময় ওই চার শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।



বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়হর স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।   

আটক শিক্ষকরা হলেন-মার্জিনা ইয়াসমিন, সুলতানা রাজিয়া, নাসরিন আক্তার ও মুক্তা খাতুন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে যান উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামিম আলম। এসময় উপজেলার বড়হর স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে আটটি আনন্দ স্কুল থেকে পরিক্ষা দিতে আসা ৬৫ ভুয়া শিক্ষার্থীকে সনাক্ত করা হয়। একই সঙ্গে ভুয়া শিক্ষার্থীদের সহযোগী চার শিক্ষককেও সনাক্ত করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে ওই চার শিক্ষককে ১০ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় ও আইনত সাজার অনুপযুক্ত হওয়ায় শিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।    

উল্লাপাড়া ইউএনও মো. শামিম আলম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই চার শিক্ষককে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।