ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ল্যাব স্থাপনের দাবিতে বেরোবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
ল্যাব স্থাপনের দাবিতে বেরোবিতে মানববন্ধন

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে।



মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন, আশরাফুল হক, আবু বক্কর, আসাদ আল মামুন, আয়শা আক্তার সাথী, মতিউর রহমান মিলন ও সিরাতুন মুস্তাকিম।

বক্তারা বলেন, ল্যাব না থাকার কারণে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫০ জন ছাত্রছাত্রী চরম বিপাকে পড়েছেন। এখানে ল্যাব ছাড়া পড়াশোনা করা সম্ভব না। আমরা প্রতিবন্ধী ইঞ্জিনিয়ার হতে চাই না।

উপাচার্যকে এ বিষয়ে জানালেও তিনি শুধু আশ্বাস দিয়েছেন। ল্যাব না থাকায় বিভাগের শিক্ষার্থীরা ১৮ মাস সেশন জটে পড়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।