ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক চাকরিচ্যুত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক চাকরিচ্যুত

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিনা অনুমতিতে উচ্চশিক্ষার নামে বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

বৈধ ছুটি শেষে কাজে যোগদানের তাগিদের পরও যোগদান না করায় স্ট্যান্ডিং কমিটির সুপারিশে তাদের চাকুরিচ্যুত করা  হয়।


 
বুধবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
চাকরিচ্যুত হওয়া শিক্ষকরা হলেন- উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সোহেলী খাদিজা আজাদ, গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মুস্তাইম বিল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিনা অনুমতিতে দীঘদিন বিদেশে অবস্থান করায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।