ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল জয়ী

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল জয়ী

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল সবকয়টি পদে জয় পেয়েছে।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে প্রফেসর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক  প্রফেসর জেহাদ পারভেজ নির্বাচিত হয়েছেন।



সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আকম মোস্তফা জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নবনির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল মতিন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এএসএম তাওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার বসু, সাংগঠনিক সম্পাদক এবিএম মাহবুব মোরশেদ খান, দপ্তর সম্পাদক মো.  শামসুজ্জোহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহীন হোসেন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রোমান আকন, শিক্ষা সম্পাদক ড. মো. সাজেদুল হক, সদস্য প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, মোহাম্মদ মুনিরুজ্জমান, মো. শফিকুল ইসলাম খান, ড. দিব্যেন্দু বিশ্বাস ও মো. শাখাওয়াত হোসেন।

এ নির্বাচনে বিএনপি সমর্থিত সাদা দল অংশগ্রহণ করেনি। তবে কোষাধ্যক্ষ ও সদস্য পদে জামায়াত সমর্থিত দুই শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।