ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে নারী বিতর্ক উৎসব শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
জাবিতে নারী বিতর্ক উৎসব শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘মর্যাদায় গড়ি সমতা’ এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘জাতীয় নারী বিতর্ক উৎসব-২০১৪’। জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে এই উৎসবে ৩২টি বিশ্ববিদ্যালয়ের নারী বিতার্কিকরা অংশ নিচ্ছে।



বুধবার (২৬ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি দেবাংশু শুভ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম দিপু।

উৎসবের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রীদের অংশগ্রহণে আন্ত:হল বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা, তৃতীয় দিন শুক্রবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের নারী বিতার্কিকদের অংশগ্রহণে জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতা, চতুর্থ দিন শনিবার আনন্দ শোভাযাত্রা, আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা, জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শাহীন আনাম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, ছাত্র-কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. রাশেদা আখতার, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. খবির উদ্দিন, জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি ডিবেট অর্গানাইজেশনের মডারেটর অধ্যাপক  ড. এটিএম আতিকুর রহমান।

এবারের বিতর্ক উৎসবে সার্বিক সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বিতর্ক অঙ্গনে নারী বিতার্কিকদের নিয়ে এই অনন্য আয়োজন শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।