ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে শিক্ষার পরিবেশ ফেরানোর আহ্বান ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
বেরোবিতে শিক্ষার পরিবেশ ফেরানোর আহ্বান ছাত্রলীগের

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি হায়াত মামুদ ভবনের সামনে এক সংবাদ সন্মেলনে এ আহ্বান জানান জানানো হয়।



ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহামুদ হাসান জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে বৈধ ও অবৈধ ছাত্রীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় ভুল বুঝাবুঝির ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। একটি মহল ছাত্রলীগকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ কোনো অবৈধ ছাত্রীকে হলে ঢোকায় নি।

ছাত্রলীগের নামে কেউ যদি কোনো অপরাধ করে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে সবার কাছে অনুরোধ করেছেন ছাত্রলীগ নেতারা।

তারা বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার পরিবেশ নেই। আমরা সংকট নিরসনে শিক্ষক সমিতি ও নীল দলের শিক্ষকদের দ্বারে দ্বারে ঘুরেছি। বিশ্ববিদ্যালয় দিন দিন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আমারা সংকট নিরসনে উভয়পক্ষকে আলোচনার জন্য একাধিকবার অনুরোধ করেছি। আশাকরি খুব তাড়া তাড়ি এ সমস্যার সমাধান হবে।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সহ- সভাপতি আকিমুল ইসলাম, রফিকুল ইসলাম, সত্যজিত সেন রনি, মোবাসের আহামেদ, মামুনুর রশিদ, শাহীন আলম, ফিরোজ আলম, আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিনার মাহামুদ শাওন, রহমত উল্লা রনি, দপ্তর সম্পাদক রুবেল আহামেদ, প্রচার সম্পাদক রাকিব আহামেদ পিয়াল।

বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ড. তুহিন ওয়াদুদ জানান, আমি মঙ্গলবার সন্ধ্যায় এ হলের দায়িত্ব পেয়েছি। শুনেছি এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিলো। তার চিকিৎসা দেওয়া হয়েছে। হলে কি ঘটনা ঘটেছে আমাকে কেউ লিখিত জানায় নি। জানালে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।