ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশালে শিক্ষার্থীদের ফুল হাতে প্রতিবাদী মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
বরিশালে শিক্ষার্থীদের ফুল হাতে প্রতিবাদী মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে বরিশালে এইচএসসি-২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা গোলাপ ফুল হাতে প্রতিবাদী মানববন্ধন করেছে।

বুধবার বেলা ১২টায় শহরের অশ্বিনীকুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক ছাত্রফন্ট্র ও ছাত্র ইউনিয়নের বরিশাল শাখার নেতাকর্মীরা অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন, তাছনুভা বিনতে কাওছার (মুমু), মিরাজ হোসেন আকাশ, সাহেলা আশরাফি, আহাদ আব্দুল্লাহ, কাজী আফরিদা তাসলিন নিনহা ও সাকিব হোসেন বিপ্লব।

এর আগে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যায়লয়ের আর্চায বরাবর প্রদানের জন্য গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।