ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের বৃত্তির টাকায় মন্ত্রীর আপ্যায়ন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
শিক্ষার্থীদের বৃত্তির টাকায় মন্ত্রীর আপ্যায়ন!

লালমনিরহাট: নতুন ভবন উদ্বোধনে মন্ত্রীর আপ্যায়ন ব্যয়ের খরচ শিক্ষার্থীদের থেকে আদায় করেছেন লালমনিরহাটের পিটিআই সুপারিনটেনডেন্ট।
 
মঙ্গলবার (২৫ নভেম্বর) শিক্ষার্থীদের স্টাইপেন্ডের (বৃত্তি) জন্য বরাদ্দ টাকা থেকে এ খরচ মেটাতে টাকা কেটে নেওয়া হয়।



শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদেরকে প্রতিমাসে এক হাজার পাঁচশ টাকা হারে প্রতি তিন মাস পরপর স্টাইপেন্ডের টাকা প্রদান করা হয়। সেই টাকা থেকে তাদের জনপ্রতি ১৮০ টাকা হারে কর্তন করেছে কর্তৃপক্ষ।
 
প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সূত্র জানায়, ২০১৩ সালে ১০৯ জন শিক্ষার্থী নিয়ে লালমনিরহাটে পিটিআই তাদের কার্যক্রম চালু করে। তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী পিটিআই ভবন উদ্বোধন করেন।

প্রথম ব্যাচের শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে মঙ্গলবার প্রশংসা পত্রসহ শিক্ষার্থীদের বকেয়া তিন মাসের স্টাইপেন্ডের টাকা বিতরণ করা  হয়। এ সময় জনপ্রতি ১৮০ টাকা করে কর্তন করছে কর্তৃপক্ষ। এ টাকা থেকে প্রশংসাপত্র ছাপানো বাবদ ৫০ টাকা এবং বাকি টাকা পিটিআই কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে আপ্যায়ন বাবদ ব্যয়ের জন্য।
 
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট পিটিআই এর সুপারিনটেনডেন্ট আব্দুল কুদ্দুস বাংলানিউজকে জানান, উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীকে আপ্যায়ন বাবদ যে খরচ হয়েছে তার কোনো বাজেট না থাকায় ওই খরচের জন্য শিক্ষার্থীরা নিজেরাই ১৮০ টাকা দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।