ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

হরতালে সমাপনী পরীক্ষায় নিরাপত্তা দেবে প্রশাসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
হরতালে সমাপনী পরীক্ষায় নিরাপত্তা দেবে প্রশাসন

ঢাকা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দাবিতে ডাকা মঙ্গলবারের হরতালে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রাথমিক সমাপনীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়িতে পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা রয়েছে।



আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় আল্টিমেটাম অনুযায়ী সোমবার সন্ধ্যার মধ্যে গ্রেফতার না করায় মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

হরতাল ঘোষণার পর রাত সাড়ে নয়টায় যোগাযোগ করা হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্থগিত বা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে আলমগীর হোসেন বলেন, বিষয়টি নিশ্চয়ই প্রশাসন দেখবে।

ওই রাজনৈতিক দলটির হরতালে প্রভাব পড়বে না বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।

এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে মোট ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।   তবে হরতালের হুমকিতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের মধ্যে নিরাপত্তা নিয়েও আশঙ্কা তৈরী হয়েছে।

হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটুক্তি করে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবারও হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

আর বৃহস্পতিবার প্রাথমিক সমাপনীতে রয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়িতে কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা।

গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য দিয়ে সমালোচিত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী বিদেশের মাটিতে থেকেই বহিস্কৃত হন। তার বিরুদ্ধে মামলা হয় দুই ডজন।

কয়েকটি দেশ ঘুরে রোববার রাতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী।

রাতভর লাপাত্তা থাকার পর সোমবার সকালে মামলা থেকে আগাম জামিন নিতে লতিফ সিদ্দিকী হাইকোর্টে হাজির হন বলে সংবাদ প্রকাশ হয়। কিন্তু শেষ পর‌্যন্ত তার খোঁজ মেলেনি।

বাংলাদেশের ছয় হাজার ৭৯১টি এবং দেশের বাইরে ১১টি কেন্দ্রে রোববার থেকে সমাপনী পরীক্ষা শুরু হয়।

এর আগেও হরতালের কারণে জেএসসি-জেডিসির চার দিনে নয়টি পরীক্ষা পিছিয়ে যায়।

এদিকে পরীক্ষার সময় হরতালের মত কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

রোববার ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সমাপনী পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার বেলা ১১টায় চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সমাপনী পরীক্ষার কেন্দ্র, ১২টায় শাক্তা উচ্চ বিদ্যালয় সমাপনী পরীক্ষার কেন্দ এবং সাড়ে ১২টায় রুহিতপুর উচ্চ বিদ্যালয় সমাপনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।