ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: ‌স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বান্দরবানে দুই দিনের সফরে এসে সোমবার রাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে ‘শিক্ষা উন্নয়ন বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় রয়েছে সরকারের। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় আধুনিক দেশ গড়া সম্ভব নয়, তাই সরকার নতুন শিক্ষা ব্যবস্থা চালু করেছে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি ও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সরকারবিরোধীরা হরতাল, জ্বালাও-পোড়াও করে শিক্ষার্থীদের লেখাপড়ায় বাধা সৃষ্টি করছে। যার ফলে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

তবে বিভিন্ন বাধার মধ্যেও শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে ২০১৫ সালের জানুয়ারিতেই শিক্ষার্থীদের কাছে ৪৪ কোটি ৪ লাখ বই পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবানের জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মো. মুজিবর রহমান, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদ আমিন প্রমুখ।

সভা শেষে বেসরকারি পর্যটন রিসোর্ট ‘হলিডে ইন’ এ জেলা পরিষদ আয়োজিত স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রী।

এর আগে বিকেলে মন্ত্রী সড়কপথে বান্দরবানে এসে পৌঁছান এবং পর্যটন স্পট নীলাচল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।