ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খুবির কলা ও মানবিক স্কুলে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি ২৭ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
খুবির কলা ও মানবিক স্কুলে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি ২৭ নভেম্বর

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কলা ও মানবিক স্কুলের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের মুক্তিযোদ্ধা কোটার ভর্তি ২৭ নভেম্বর।


ভর্তি পরীক্ষায় নির্বাচিত ইংরেজি এবং বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের এদিন সকাল ১০টায় ভর্তির জন্য সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে উপস্থিত থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।



খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান সোমবার বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান।


বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।