ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৪ কর্মী আহত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৪ কর্মী আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একপক্ষের হামলায় আরেক পক্ষের চারকর্মী আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে (ডেইরি গেট) এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব হামলার জের ধরে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতি শাকিল গ্রুপের প্রতœতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবায়ের, পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল্লামা ও পাবলিক হেলথ বিভাগের তারেকের নেতৃত্বে  ৬/৭ জন ছাত্রলীগ কর্মী হল শাখার সাধারণ সম্পাদক আনিন্দ বাড়ৈ গ্রুপের চারকর্মীকে পিটিয়ে আহত করেন।

এতে সাধারণ সম্পাদক আনিন্দ বাড়ৈ গ্রুপের পদার্থ বিজ্ঞান বিভাগের কিশোর দাশ, পরিবেশ বিজ্ঞান বিভাগের শান্ত কুমার নাথ, ইতিহাস বিভাগের এ কে এম খায়রুজ্জামান ওরফে সঞ্চয়, মার্কেটিং বিভাগের ৪২তম ব্যাচের নোমান আহত হন।

আহত তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং নোমানকে ঢাকার একটি হাসপাতালের ইনটেন্সিভ কেয়ারে রাখা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বাংলানিউজকে বলেন, আমি ঘটনার বিস্তারিত শুনেছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি।

উল্লেখ্য, গত ২১ আগস্ট মধ্য রাতে মওলানা ভাসানী হল শাখার সভাপতি শাকিল গ্রুপের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ গ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনায় কিশোর দাশ ও এ কে এম খায়রুজ্জামান ওরফে সঞ্চয়কে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধসহ অবাঞ্চিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরিবেশ বিজ্ঞান বিভাগের শান্ত কুমার নাথকে ছয় মাসের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আর্থিক জরিমানাও করা হয়।

ছাত্রলীগ ওই হলে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।