ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনীতে প্রথম দিন অনুপস্থিত ১৪৩৪৪০ শিক্ষার্থী!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
প্রাথমিক সমাপনীতে প্রথম দিন অনুপস্থিত ১৪৩৪৪০ শিক্ষার্থী! ছবি: ফাইল ফটো

ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর প্রথম দিনে প্রায় দেড় লাখ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বহিষ্কার হয়েছে দু’জন পরীক্ষার্থী।



পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষায় রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমাপনী পরীক্ষা উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সন্ধ্যায় জানানো হয়, দুই পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল এক লাখ ৪৩ হাজার ৪৪০ জন। প্রাথমিক সমাপনীতে এক লাখ দুই হাজার ৭৪২ জন এবং ইবতেদায়ি সমাপনীতে ৪০ হাজার ৬৯৮ জন অনুপস্থিত ছিল।

প্রাথমিক সমাপনীতে রংপুর বিভাগে ১৪ হাজার ৮৫৮ জন, রাজশাহীতে ১১ হাজার ১৬৪ জন, খুলনায় চার হাজার ৪৮৩ জন, ঢাকায় ৩৬ হাজার ৯২২ জন, চট্টগ্রামে ১৯ হাজার ৪৬৪ জন, বরিশালে ছয় হাজার ১৭১ জন, সিলেটে নয় হাজার ৬২৮ জন এবং বহিঃবাংলাদেশ কেন্দ্রে ৫২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

ইবতেদায়িতে অনুপস্থিতির মধ্যে রংপুর বিভাগে চার হাজার ১৩ জন, রাজশাহীতে চার হাজার ৭৪১ জন, খুলনায় তিন হাজার ৭৭৯ জন, ঢাকায় ১১ হাজার ৭৬৬ জন, চট্টগ্রামে ১০ হাজার ৪০২ জন, বরিশালে তিন হাজার ৭২৩ জন এবং সিলেটে দুই হাজার ২৭৪ জন।

আর প্রাথমিকে রাজশাহী ও ঢাকায় একজন করে মোট দু’জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

এবার প্রথমিক সমাপনীতে অংশ নিচ্ছে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থী। আর ইবতেদায়িতে পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ১১ হাজার ২৬৫ জন।

সারাদেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে এ পরীক্ষা চলছে। এছাড়া, প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে রয়েছে ১১টি কেন্দ্র।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়িতে এই পরীক্ষা শুরু হয় ২০১০ সালে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।