ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে ভর্তি পরীক্ষার ১ম দিনে আটক ২

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
ইবিতে ভর্তি পরীক্ষার ১ম দিনে আটক ২

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষার প্রথম দিনে ইমরান হোসেন ও নাজমুল হাসান নাহিদ নামে দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে পাওয়া উত্তর লিখতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এই দুই পরীক্ষার্থী।



রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টায় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আইন অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

ইমরান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গাড়াগঞ্জ গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নাহিদ যশোর সদরের রফিকুল ইসলামের ছেলে।
 
এর আগে, সকাল সাড়ে ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়।
 
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বাংলানিউজকে জানান, দুপুর ২টায় ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হলে আইন অনুষদের ১৩৮ নম্বর কক্ষে ইমরান হোসেনের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর আসে। ইমরান ওই উত্তর দেখে পরীক্ষার খাত‍ায় তোলার সময় পরিদর্শক শিক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন।  
 
একই সময়ে ব্যবসায় প্রশাসন অনুষদেও পরীক্ষা চলছিলো। সেখানে  একই পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে পাওয়া উত্তর লিখতে গিয়ে ধরা পড়েন  নাজমুল হাসান নাহিদ।

পরে দুই পরীক্ষার্থীকেই পুলিশের কাছে তুলে দেওয়া হয়, বলে জানান ওই বিশ্ববিদ্যালয় শিক্ষক।
 
এদিকে, অভিযোগ উঠেছে পরীক্ষার হলে কোনও ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা বন্ধ করতে মেটাল ডিটেক্টর ব্যবহারের ঘোষণা দেওয়া হলেও পরীক্ষার দিন তার কোনও ব্যবহার দেখা যায়নি।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।