ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পিএসসিতে সিলেটে পরীক্ষার্থী বেড়েছে

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
পিএসসিতে সিলেটে পরীক্ষার্থী বেড়েছে ফাইল ফটো

সিলেট: সিলেট বিভাগে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে (পিএসসি) পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার ৩ লাখ ১০ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।



এরমধ্যে প্রাথমিকে ২ লাখ ২ হাজার ৪৭৬ জন এবং ইবতেদায়িতে ১ লাখ ৮ হাজার ৯৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।

আগামী রোববার (২৩ নভেম্বর) থেকে পঞ্চমবারের মতো প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। ২০১৩ সালের চেয়ে এ বছর পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা বেড়েছে।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক তাহমিনা খানম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। হরতাল বিশৃঙ্খলা না থাকলে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

২০১৩ সালের তুলনায় এ বছর ১৪ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী বেশি অংশ নিচ্ছে বলে জানান তিনি।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুসারে, এ বছর পিএসসিতে সিলেট বিভাগের চার জেলায় ৩ লাখ ১০ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

তার মধ্যে প্রাথমিকে ২ লাখ ২ হাজার ৪৭৬ জন ও ইবতেদায়িতে ১ লাখ ৮ হাজার ৯৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫৭৮টি কেন্দ্রে।

২০১৩ সালে পিএসসি পরীক্ষায় ২ লাখ ৯৬ হাজার ২৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিকে ১ লাখ ৮৬ হাজার ৪১৫ এবং ইবতেদায়িতে ১ লাখ ৯ হাজার ৮৭৫ জন পরীক্ষার্থী ছিল। ৫৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ৯৬ দশমিক ৫৪ শতাংশ অংশ নিয়েছিলো।

এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনীতে এ বছর ৩ লাখ ১০ হাজার ৫২৭ জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা ভার্সনে ২ লাখ ২ হাজার ১৪৫ জন এবং বাকিরা ইংরেজি ভার্সনে পরীক্ষা দেবে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।