ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ক্লাসে ফিরেছে বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
ক্লাসে ফিরেছে বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি (ময়মনসিংহ): ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে দু’দিন ক্লাস বর্জনের পর ক্লাসে ফিরেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
 
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের হস্তক্ষেপে ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বুধবার রাতেই ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২০ নভেম্বর) ক্লাসে ফেরে শিক্ষার্থীরা।
 
শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত বহিরাগতদের গ্রেফতার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের আর কোনো সমস্যা থাকবে না বলে আশ্বাস প্রদান করেছেন ধর্মমন্ত্রী। বুধবার রাতেই ক্লাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৪ তারিখের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া না হলে পুনরায় আন্দোলনে নামবে সাধারণ শিক্ষার্থীরা।
 
 
এদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদের আবাসিক হলের সামনে বহিরাগত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্তে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হুদার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রুবেল ও কৃষি বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম জুয়েল।
 
তদন্ত কমিটির প্রধান নাজমুল হুদা বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে এবং দল সুসংগঠিত রাখার বিষয়েই আমরা ময়মনসিংহে এসেছি। আশা করছি আগামী ২ দিনের মধ্যে সুনির্দিষ্ট সুপারিশসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির নিকট আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।
 
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।