ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির ফজিলাতুন্নেছা হলে চলচ্চিত্র উৎসব

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
ইবির ফজিলাতুন্নেছা হলে চলচ্চিত্র উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া) : ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে হলের হলরুমে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।


 
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. টি এম লোকমান হাকিম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।
 
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. দেবাশিষ শর্মার তত্বাবধানে হলের ছাত্রীরা এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করে।
 
দু'দিনের এ উৎসবে বাংলা, ইংরেজি ভাষার চলচ্চিত্রসহ বিভিন্ন খ্যাতনামা চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।