ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবি অর্থনীতি বিভাগের আন্তঃসেমিস্টার বিতর্কের পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
জবি অর্থনীতি বিভাগের আন্তঃসেমিস্টার বিতর্কের পুরস্কার বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ ও ইকোনমি ভার্সেটাইল স্টুডেন্ট সোসাইটি’র উদ্যোগে আন্তঃসেমিস্টার বির্তক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুস্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের পুরস্কার বিরতণ করা হয়। এসময় বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেম সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।