ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঢাকা: ডেমরার সারুলিয়ার অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এসব পুরস্কার বিতরণ করেন, স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওবায়দুর রহমান মৃধা।



স্কুল চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ ড. মো. নূরুদ্দিন আলো বলেন, ইংরেজি মাধ্যমে শিক্ষা বিকাশে স্কুলটির অগ্রণী ভূমিকা রয়েছে।

তিনি বলেন, এডেকসেল আয়োজিত ও’ লেভেল পরীক্ষায় স্কুলটির ফলাফল আশাব্যাঞ্জক। প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফলও চমৎকার।

তিনি আরো বলেন, স্কুলে নিয়মিত শিক্ষক-অভিভাবক সভা অনুষ্ঠিত হয় এবং  শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য বৃত্তি, অর্থ পুরস্কার এবং প্রত্যয়ণপত্র প্রদানের প্রথা স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে চালু রয়েছে।

স্কুলটিতে ৪ শ’র বেশি  শিক্ষার্থী পড়াশোনা করছে। ২০১৫ সাল থেকে ইংলিশ ভার্সন স্কুল শাখার কার্যক্রম শুরুর পরকল্পনা নেওয়া হয়েছে বলে প্রধান শিক্ষক উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, স্কুলের সিনিয়র শিক্ষক কামরুল আহসান, মো. জাকারিয়া, জালাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।