ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে ববিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে ববিতে মানববন্ধন

বরিশাল: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল আলমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ববির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে অস্থায়ী ক্যাম্পাস জিলা স্কুল চত্বরে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান দিল আফরোজ খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রভাষক তারেক মাহামুদ, অসিম কুমার, সুমি রানী সাহা ও শিরিন সুলতানা প্রমুখ।

বক্তারা শিক্ষক শফিউল আলমের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।