ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ফুলগাজীতে স্কুল শিক্ষকের ২ বছরের কারাদন্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
ফুলগাজীতে স্কুল শিক্ষকের ২ বছরের কারাদন্ড

ফেনী: ফেনীর ফুলগাজীতে জেএসসি পরীক্ষার্থী সন্তানকে সহযোগিতা করার অপরাধে আবদুল কুদ্দুস নামে এক স্কুল শিক্ষককে ২ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার পরীক্ষা চলাকালে হাতেনাতে তাকে আটক করে এ শাস্তি দেওয়া হয়।



সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী মহিলা কলেজ কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে করৈইয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল কুদ্দুস তার সন্তানকে সহযোগিতা করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুর রহমানের হাতে ধরা পড়েন।

পরে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।