ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জানুয়ারিতেই ৪৪ কোটি বই পাবে শিক্ষার্থীরা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
জানুয়ারিতেই ৪৪ কোটি বই পাবে শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): ২০১৫ সালের জানুয়ারিতেই শিক্ষার্থীদের মাঝে ৪৪ কোটি ৪ লাখ বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।



তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করার লক্ষে শিক্ষকের বেতন বৃদ্ধি, প্রশিক্ষণ ও শিক্ষাকেন্দ্রে নতুন ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। ইতোমধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের কাজ অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন,  বিরোধীরা হরতাল, জ্বালাও পোড়াও করে শিক্ষার্থীদের লেখাপড়া বাধার সৃষ্টির করছে। এতে করে শিক্ষার মান অনেকটা পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

অবিভাবকদের উদ্দেশে শিক্ষা মন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের শিক্ষার মান বাড়াতে হলে অভিভাবকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। শিক্ষার্থীরা ঠিক মতো লেখা-পড়া করছে কিনা, লেখাপড়ার সময় তারা অন্য কোনো স্থানে আড্ডা মারছে কিনা এসব দিকে খেয়াল রাখতে হবে।

ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃক আয়োজিত উপজেলার কাঞ্চন এলাকার ছলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মিসেস হাসিনা গাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, ইউএস বাংলা  গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আল-মামুন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার আব্দুল মুহিদ উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ ও ফেরদৌসী আলম নিলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।