ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে ভর্তিচ্ছুদের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
জবিতে ভর্তিচ্ছুদের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সকল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ২য় মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের ৩ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।



মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ৩৯৪ থেকে ৮৭৮ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ১২০ থেকে ২৪৫ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় মেধাক্রম ৭৭ থেকে ১০৯ পর্যন্ত; ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখার ৫৪৪ থেকে ৭৪৯ পর্যন্ত মেধাক্রম, অন্যান্য শাখার মেধাক্রম ৮১ থেকে ১১৩ পর্যন্ত এবং ‘ডি’ ইউনিটের মানবিক শাখায় মেধাক্রম ২৭৭ থেকে ৫২৩ পর্যন্ত, বিজ্ঞান শাখায় মেধাক্রম ১১৮ থেকে ২০৮ পর্যন্ত, বাণিজ্য শাখার মেধাক্রম ৫৬ থেকে ৭৭ পর্যন্ত; ‘ই’ ইউনিটের ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের ড্রামাতে মেধাক্রম ৩১ থেকে ৪১ পর্যন্ত, মিউজিকে মেধাক্রম ৩১ থেকে ৪২ পর্যন্ত এবং ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স বিভাগের মেধাক্রম ৪১ থেকে ৫৪ পর্যন্ত পরীক্ষার্থীরা ২য় মনোনয়নের জন্য মনোনীত হয়েছেন।

এদিকে, একই শিক্ষাবর্ষের প্রথম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। মাইগ্রেশনের মাধ্যমে যাদের বিভাগ পরিবর্তন হয়েছে তাদেরকে অবশ্যই ৩ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত বিভাগে ভর্তি হতে হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোটায় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোটা সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ১১ ডিসেম্বর সকাল ৯টায় সংশ্লিষ্ট ইউনিটের ডিন অফিসে যোগাযোগ করতে হবে।

তবে বিজ্ঞান অনুষদে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ব্যতীত (FFG) অন্য সকল কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। সঠিক প্রমাণাদি ব্যতীত কাউকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। ভর্তি পরবর্তী যে কোনো সময় কাগজপত্রে গড়মিল/জাল বলে প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে।
 
আসন শূণ্য থাকা সাপেক্ষে ৩য় মনোনয়নে নির্বাচিতব্য পরীক্ষার্থীদের ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত এবং ৪র্থ মনোনয়নে নির্বাচিতব্য পরীক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩০ ডিসেম্বর (২০১৪) হতে ১ জানুয়ারির (২০১৫) মধ্যে সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় পরীক্ষার্থীদের মনোনয়নপ্রাপ্ত বিভাগ থেকে সংগৃহীত ফরম স্বহস্তে পূরণ করতে হবে। ছাত্র-ছাত্রীদের সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইজের এবং দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষার মূল সার্টিফিকেট ও নম্বরপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং প্রত্যেকটির দুটি করে ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এর দুটি ফটোকপি, এইচএসসি/সমমান পরীক্ষায় পাশকৃত প্রতিষ্ঠানের প্রধানের প্রশংসাপত্র আনতে হবে। ভর্তির সময় বিভাগীয় সেমিনার, বিবিধ ও অন্যান্য ফি (যা কেন্দ্রীয়ভাবে নির্ধারিত) জমা দিতে হবে এবং ছবি ও ফটোকপিগুলো সংশ্লিষ্ট বিভাগের কোনো শিক্ষক সত্যায়িত করতে হবে।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত সময়ে নির্ধারিত বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় প্রার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

প্রবেশপত্রে উল্লেখিত বিষয় পছন্দক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। ভর্তি হওয়া শিক্ষার্থী আসন খালি ও যোগ্যতা থাকা সাপেক্ষে প্রবেশপত্রে উল্লেখিত বিষয় পছন্দক্রম ও মেধানুসারে বিষয় পরিবর্তন/মাইগ্রেশনের জন্য পরবর্তীতে বিবেচিত হবেন।

বিষয় বরাদ্দ পাওয়া প্রার্থীদের তালিকা ও অন্যান্য নির্দেশনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd) এ পাওয়া যাচ্ছে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে ২০১৫ সালের ৫ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।