ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পঞ্চম সোশ্যাল অ্যাওয়ারনেস প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
পঞ্চম সোশ্যাল অ্যাওয়ারনেস প্রতিযোগিতা শুরু ছবি: রেহানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পঞ্চমবারের মতো শুরু হলো সোশ্যাল অ্যাওয়ারনেস প্রতিযোগিতা ‘সেইলর সোশিও ক্যাম্প সিজন ফাইভ’।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিস ক্লাবের (এনএসইউএসএসসি) উদ্যোগে এ প্রতিযোগিতা শুক্রবার (২১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়।



প্রতিযোগিতার শুরুতে এনএসইউ মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করে এনএসইউএসএসসি। এতে সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২৫০টি টিমের ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেন।
north_banglanews24_2
কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে এনএসইউএসএসসি’র সভাপতি রেহান ফাহমি বলেন, তাদের ক্লাব ২০১০ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রথমে এটি কেবল এনএসইউ’র শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। কিন্তু ২০১১ সালে থেকে এটি সারা দেশের সব বিশ্ববিদ্যালয় নিয়ে আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, তিন ধাপের লড়াই শেষে আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। প্রতিটি ধাপে প্রতিযোগী দল সামাজিক ব্যাধি নিমূর্লে সচেতনতা সৃষ্টির আইডিয়া দেবে। এদের মধ্যে সেরা আইডিয়াদানকারী ১০০ টিম যাবে দ্বিতীয় রাউন্ডে। এখান থেকে সেরা ১০ টিম যাবে গ্র্যান্ড ফিনালে। এদের মধ্যে বেছে নেওয়া হবে সেরা ৩টি আইডিয়া। যাদের আইডিয়াগুলো পরবর্তীতে বাস্তবায়ন করবে ‘সেইলর’ নামের প্রতিষ্ঠান। সেইলর এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর।
north_banglanews24_1
এ সময় অন্যদের মধ্যে এনএসইউ-এর অর্থনীতি বিভাগের প্রভাষক ও ফ্যাকাল্টি অ্যাডভাইজর পারিসা শাকুর, প্রতিযোগিতার ইভেন্ট কোঅর্ডিনেটর সৈয়দ দস্তগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।