ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতি।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।



সিকৃবির উপচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলমের নেতৃত্বে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীরা অংশ নেন।

এ সময় নিহত শিক্ষক ড. শফিউল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।

হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রতিবাদ সমাবেশে সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবদুল বাসেত, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, বিএনপি-জামায়াত পন্থী সাদাদলের সভাপতি প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম, কর্মকর্তা একেএম ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।