ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাতে উপাচার্য প্রফেসর শাদাত উল্লা এ ফল প্রকাশ করেন বলে প্রশাসন সূত্র জানায়।



বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd  থেকে এ ফল জানা যাবে।

পাঁচশোজনের মেধা তালিকাসহ প্রায় তিনশোজনের অপেক্ষামাণ তালিকা প্রকাশ করেছে প্রশাসন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বলেন, মূল মেধা তালিকা থেকে ভর্তি ২১ ও ২২ ডিসেম্বর।

নতুন সেমিস্টারে ৪ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে বলেও জানান  বশিরুল ইসলাম।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদে ৫০০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে নগরীর ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ২২ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।