ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ ঢুকে ফলাফল জানা যাবে।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ২৮টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট ও দুপুর আড়াইটায় ‘বি’  ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

এছাড়া যে কোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>RESULT<space> Admission-Roll লিখে 16242 নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।

এদিকে আগামী ২৫ নভেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জান‍ান ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন ।

তিনি জানান, মেধা তালিকা অনুযায়ী ২৫ নভেম্বর (মঙ্গলবার) ‘বি’ ইউনিট (গ্রুপ-১) এর ১ থেকে ৪০০ পর্যন্ত, ২৬ নভেম্বর (বুধবার) মেধা তালিকায় স্থান পাওয়া ‘বি’ ইউনিট গ্রুপ-১ এর বাকি শিক্ষার্থী, ‘বি’ ইউনিটের গ্রুপ-২ ও গ্রুপ-৩ এবং একই ইউনিটে মুক্তিযোদ্ধা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

অপরদিকে ৩০ নভেম্বর (রোরবার) ‘এ’ ইউনিটের  বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের এবং ১ ডিসেম্বর (সোমবার) ‘এ’ ইউনিটের মানবিক বিভাগের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী এবং একই ইউনিটে কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

অপেক্ষমাণ তালিকার জন্য আসনখালি থাকা সাপেক্ষে নোটিশ বোর্ড ও এসএমএসের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ভর্তি সাক্ষাৎকার দেওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীকে সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এস.এস.সি/ সমমান এবং এইচ.এস.সি /সমমান পরীক্ষার মূল মার্কসিট ও দুইকপি ফটোকপি এবং ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা সঙ্গে আনতে হবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.sust.edu/admission/result.php) থেকে জানা যাবে।

এ বছর দুটি ইউনিটে ১৪০০ আসনের বিপরীতে মোট ৪৮ হাজার ২২৪ জন শিক্ষার্থীর আবেদনপত্র জমা হয়।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে ২০ হাজার ৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৮০০ আসনের বিপরীতে ২৭ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী আবেদন করেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।