ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদ জাবি ছাত্র ইউনিয়নের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদ জাবি ছাত্র ইউনিয়নের

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলামের হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এসে শেষ হয়।



সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জ‍াবি সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ ও কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মইন।

বিশ্ববিদ্যালয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌমিত্র পার্থর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আবিদ সরকার সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল ও সভাপতি তন্ময় ধর।

সমাবেশে বক্তারা প্রফেসর শফিউল ইসলামের হত্যার কারণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।